পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২

হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ়ঃ পার্ট 2




ভাববেন না আজ আপনাদের হ্যারির কাহিনী বলতে যাচ্ছি না হ্যারি পটারের কাহিনী নিয়ে কিছু বলার মত দুঃসাহস নেই আশা করি সবাই হ্যারি পটার এন্ড দ্য ডেথলি হ্যালোজ পার্ট মুভি কিংবা বই পড়ে ফেলেছেন আজ কথা বলব হ্যারি পটারের শেষ গেমটি সম্পর্কে
প্রথমেই বলে নিতে চাই অনেকে বলে এই গেমটা অনেক সোজা এবং বাচ্চাদের গেম আমার কাছে গেম খেলা টাইম পাস করার সবচেয়ে ভালো উপায় গুলোর একটি আর গেম খেলা মানে এই না যে সব সময় কঠিন স্ট্রেটেজির গেমই খেলতে হবে মাঝে মাঝে হালকা ধরণের গেম খেলার মাঝেই অনেক আনন্দ পাওয়া যায়

যাই হোক এই গেমটি হ্যারি পটার মুভিকেই ফলো করেছে কাহিনী শুরু হয় গ্রিনগ্রোটস ব্যাঙ্কের মাঝে রাখা হরক্রুক্সটা খুজে বের করার মাঝ দিয়ে সেখানে একটা এলফ বিশ্বাসঘাতকতা করে হ্যারি, রন আর হারমিওনকে ফেলে চলে যায় পরে মুভির মতই ড্রাগনকে মুক্ত করে পালাতে হয়
গেমটার গ্রাফিক্স আসলেই অসাধারণ! শেষ গেমটার ক্ষেত্রে EA Sports কোন কার্পণ্য প্রদর্শন করে নি! বিশেষ করে বিভিন্ন এনিমেটেড পার্টগুলোর গ্রাফিক্স আসলেই নজরকাড়া গেমটির গেমপ্লেও অন্যগুলোর চেয়ে ভাল বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের স্পেল কাস্ট শেখা যায় তা ডেথইটারদের বিরুদ্ধে ব্যবহার করা যায় প্রোটেগো স্পেলের মাধ্যমে একটা শিল্ড তৈরি করা যায় যার মাধ্যমে ডেথইটারদের কার্স আটকে রাখা যায় আল্প কিছু সময়ের জন্য এছাড়া গেমটিতে Stupefy, Expelliarmus, Expulso, Confringo, Petrificus Totalus, Impedimenta,  Apparition  ইত্যাদি বিভিন্ন স্পেল প্রয়োগ করা যায় এছাড়া শর্ট ডিস্টেন্সে এপারেট করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায় গেমটিতে হ্যারি ছাড়াও রন, হারমিওন, নেভিল, প্রফেসর ম্যাকগনাগলকে নিয়ে খেলতে হয়

 



এই গেমটির মিশনগুলো শেষ করাও মজার যেমন হগস্মিডে ডাম্বোলডোরের ভাই অ্যাবার্থফোর্থকে খুজে বার করা কিংবা স্নেইপের সাথে ব্যাটল করা বা হোগওয়ার্ড ক্যাসলকে রক্ষা করা বা সবার শেষে পেন্সিভে হ্যারি তার ডেস্টিনি দেখে ভোল্ডেমর্টের কাছে আত্মসমর্পণ করা ইত্যাদি প্রত্যেকটি মুহুর্তে মনে হবে নিজেই হ্যারি হয়ে প্রত্যেকটি কাজ করে যাচ্ছি এই জন্যই গেমটি খেলতে অনেক মজার লেগেছে বই এবং মুভির মত গেমেও ডার্কলর্ড ভোল্ডেমর্টকে হত্যা করার মাধ্যমে গেমটির শেষ হয়। তাই হ্যারির লাস্ট এডভেঞ্চারটি মিস করা মোটেও উচিৎ হবে না


গেমটির সিস্টেম রিকোয়ারমেন্টসঃ
Windows XP/Vista/7
2.4GHz Single Core/2.0GHz Dual Core
1.5 GB RAM
9GB Free Hard Drive Space
256MB DX 9c Compatible Graphics Card. Geforce 6800, Ati X1600 or better
DirectX 9 Compatible

read more "হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ়ঃ পার্ট 2"

শুক্রবার, ২৫ মে, ২০১২

নীড ফর স্পীড এর আরেকটি দূর্দান্ত গেমঃ দ্যা রান





      



 
২০১১ সালের যে কয়টি গেম সারা পৃথিবী মাতিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম হলো নীড ফর স্পীড এর আরেকটি অসাধারন গেম দ্যা রান আমি বরাবর ই রেসিং গেমের অনেক বড় ফ্যান রেসিং গেম হাতের কাছে পেলেই খেলে ফেলি নীড ফর স্পীড অনেক বিখ্যাত একটা সিরিজ হলেও এর নতুন গেম গুলো তেমন পছন্দ হচ্ছিলো না কারণ Carbon এর পরের বেশির ভাগ গেমের ই storyline অথবা graphics মন মতো হচ্ছিলো না কিন্তু এ ক্ষেত্রে দ্যা রান ব্যতিক্রম

     গেমটির কয়েকটি দিক অনেক ইউনিকঃ; সেগুলোই গেমটিকে করেছে অনেক বেশি আকর্ষনীয় আর প্রথমেই আসবে গেমের storyline গেমের storyline অসাধারন এবং ইউনিকএই গেমে নীড ফর স্পীডের প্রথাগত street racing থেকে সম্পুর্ন আলাদা নীড ফর স্পীডের আগের গেমগুলো ছিলো open track অথবা fixed track কিন্তু এই গেমে তুলে ধরা হয়েছে আমেরিকার  সত্যিকারের রাস্তা গেমের নায়ক জ্যাক, কোনো কারনে তাকে তারা করতে থাকে মাফিয়া চক্র তাদের হাত থেকে রেস খেলে পালাতে হয় জ্যাক পরে স্যামের কাছে সাহায্য চায় মাফিয়াদের হাত থেকে রক্ষা পেতেস্যাম জানায় যে সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক পর্যন্ত লমবা একটি রেস হতে যাচ্ছে সে তাকে হেল্প করবে যদি সে রেসটি খেলে এবং লাভের ১০% ও জ্যাক পাবে জ্যাক রাজি হয় এবং রেসে নেমে পরে একে একে সান ফ্রান, লস এঙ্গেলেস, শিকাগো লাস ভেগাস পারি দিয়ে পৌছাতে হয় নিউ ইয়র্কে পথের মাঝে আসে নানা বাধা এভাবেই এগিয়ে যায় গেমের কাহীনি
     এবার আসা যাক গেমের graphics দ্যা রান এর graphics অসাধারন বললেও কম হয়এই গেমটি তৈরী করা হয় frostbite 2 গেম ইঞ্জিনের মাধ্যমে তাই গেমের graphics ফুটে উঠেছে অসাধারন ভাবে frostbite 2 ইঞ্জিনের graphics আমরা দেখেছি ব্যাড কোম্পানী ৩ তে (অসাধারন!!) এছাড়া গেমে তুলে ধরা হয়এছে আমেরিকার প্রক্রীতি গেমের চারপাশের গ্রাফিক্স মনোমুগ্ধকর কখনো পার্ক, কখনো মরুভুমি আবার কখনো বরফে ঢাকা রাস্তা ধরে খেলতে হবে গেমের কে রাস্তার দুধারের সৌন্দর্য্য সত্যি উপভোগ্য যদি গেম খেলা বাদ দিয়ে রাস্তার প্রকৃতি দেখেন আর কি

     এবার আসা যাক গেমপ্লের কথায় এখানে রয়েছে মারাত্বক পরিবর্তন অবশ্য Need For Speed Hot Pursuit খেলে থাকলে তেমন পরিবর্তন লাগবে না এখানে নীড ফর স্পীডে প্রথম বারের মত ড্রাইভারের চেহারা দেখানো হয়জ্যাক কে নিয়ে অনেক গুলো মিশন খেলতে হয়আর আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি ভাল লেগেছে তা হল এখানে রেসিং মুখ্য বিষয় না, রেসিং এর সাথে আরো অনেক কিছুই করতে হয় যেমন কিছু মিশন আছে যেগুলো জেকানিজমের মাধ্যমে খেলতে হয়(!!) মিশন গুলো অনেক বৈচিত্রপুর্ণ ভাবে করা হয়েছে যেমন কিছু মিশনে টাইম কভার করতে হয়, একটা মিশন মরুভুমির ধুলিঝড়ের মাঝে খেলতে হয়, আবার আরেকটা মিশন খেলতে হয় তুষার ঝড়েরমাঝ দিয়ে কখনো বা পুলিশের হাত থেকে বাঁচতে হবে আর কখনো রেল লাইনের উপর ক্রাশ করা গাড়ি থেকে ট্রেন আসার আগেই পালাতে হবে। আর তাও যদি ভালো না লাগে তবে ধৈর্য্য ধরে লাস্ট মিশন পর্যন্ত খেলুন, লাস্ট মিশন আপনার মাথা ঘুরিয়ে দিবে নিশ্চিত করে বলতে পারি আর গেমের সাউন্ডও গেমের সাথে সামঞ্জস্যপূর্ণ তাই খেলার মাঝে অন্যরকম এক অনুভুতি পাওয়া যায়
     আলোচনা সমালোচনা যাই হোক না কেন গেমটি যে রেসিং গেমের মাঝে ভিন্ন মাত্রা যোগ করেছে তা বলার অপেক্ষা রাখে না। যারা খেলেননি তারা এখনি খেলে ফেলুন খেলতে খেলতে হারিয়ে যাবেন আমেরিকার হাইওয়ের গতির মাঝে সাথে থাকবে অসাধারন প্রাকৃতিক সৌন্দর্য্য আর জমজমাট কাহিনী
                                                       
read more "নীড ফর স্পীড এর আরেকটি দূর্দান্ত গেমঃ দ্যা রান"

জনপ্রিয় পোস্টসমূহ