ম্যাস ইফেক্ট গেমটি বের করেছে Electronic Arts আর গেমটি ডেভেলাপ করেছে BioWare। সাইন্স ফিকশিন থার্ড পারসন শ্যুটিং গেমটির কাহিনী বিন্যাস অসাধারণ। গেমটিতে অনেক নতুনত্ব দেখা যায়। মহাকাশে বিভিন্ন গ্রহ ও বিভিন্ন ভিনগ্রহের প্রাণীদের চমৎকারভাবে ফুটিয়ে তুলা হয়েছে গেমটিতে।
এর কাহিনী শুরু হয় ২১৮৩ সালে মহাকাশে পৃথিবীর প্রতিনিধিত্বকারী এক কমান্ডার শেফার্ডকে নিয়ে। যে একসময় গেথ জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে নামে। গেথরা এক ধরণের রোবট টাইপের প্রানী যারা নিজেরা তাদের মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করে সব সিসস্টেম দখল করে ফেলে। ক্যাপ্টেন শেফার্ডকে আন্তর্জাতিক এলিয়েন কাউন্সিল সিটাডেল গেথদের বিরূদ্ধে অভিজানে যেতে অনুমতি দেয়। তাই কমান্ডার তার ক্রু ও তার স্পেসশীপ নরম্যান্ডি নিয়ে বিভিন্ন ম্যাস রিলে’র মাধ্যমে গ্যালাক্সির বিভিন্ন গ্রহ ঘুরতে থাকে ও বিভিন্ন গেথ এক্টিভিটি খুজতে থাকে ও তাদের পরিকল্পনা ধ্বংস করতে থাকে। এর মাঝে শেফার্ড দেখতে পায় গেথরা স্যারেন নামের একজনের হয়ে কাজ করছে। এই স্যারেনের সাথে শেফার্ডের পুরোনো শত্রুতা ছিল। শ্যারেন আর গেথেরা মিলে একটি প্রাচীন ঘটনা পুনরাবৃত্তি ঘটাতে চাইছে……
ম্যাস ইফেক্ট গেমটির কাহিনী খুবই চমকপ্রদ। কারণ এখন কমান্ডার শেফার্ড কেচো খুড়তে সাপ বেড় করে ফেলেছে বলা যায় আর কি! প্রায় ৫০ মিলিয়ন বছর আগে প্রোথিয়ান নামের এক জাতি বিলুপ্ত হয়ে যায়। ওই সময় রিপার নামের আরেকটা জাতি প্রোথিয়ানদের বিলুপ্ত করে। এরপর রিপারেরা হারিয়ে যায় বা নিজেদের লুকিয়ে ফেলে। এই প্রোথিয়ানরাই সিটাডেল ও বিভিন্ন ম্যাস রিলে তৈরি করেছিল এবং তাদের টেকনোলজি এখনো ব্যবহৃত হচ্ছে। শেফার্ড প্রোথিয়ানদের তৈরি একটা কোড পায় যাতে বলা হয় রিপাররা আবারো এই সময়ে আক্রমণ চালাবে এবং আরেকটা জাতি ধ্বংস করে ফিরে যাবে। আর তাদের এখন সহায়তা করছে গেথ আর শ্যারন। এই ঘটনা জানার পর শেফার্ড সিটাডেলে জানাতে যায় ও সিটাডেলে গিয়ে দেখে রিপারেরা সেখানে আক্রমণ শুরু করে দিয়েছে। সর্বশেষে শেফার্ড সেরেনকে হত্যা করে ও শেষ পর্যন্ত সিটাডেল ধ্বংস হয়ে যায়। সর্বপুরি গেমটি অসম্পূর্ণভাবে শেষ হয়।
গেমটিতে বিভিন্ন আধুনিক অস্ত্রের সাথে বায়োটিক পাওয়ারও থাকে। এর মাধ্যমে সহজে শত্রুকে মেরে ফেলা যায়। গেমটির কাহিনী নিজের মত করে চেঞ্জ করে নেয়া যায়। একটা মিশনে শ্যেরেনের ক্লোনিং ফ্যাক্টরি ধ্বংস করার সময় শেফার্ডকে অ্যাশলি কিংবা ল্যাফটেনেন্ট কেইলেন এলেঙ্কোকে বাচাতে হয়। অর্থাৎ এখানে চয়েজ দেয়া হয় কাকে বাচাবেন আর কাকে সেক্রিফাইস করবেন। এর উপর ডিপেন্ড করে ম্যাস ইফেক্ট ২ তে আ্যশলি কিংবা ল্যাফটেনেন্ট থাকে। সর্বোপুরি গেমটি অনেক সমালোচকদের মন জয় করে নিয়েছে। যদি গেমটি না খেলে থাকেন তাহলে খেলে ফেলুন। আমার মনে হয় না এর আগে এ ধরণের সাইন্স ফিকসান গেম খেলেছেন আপনি। হ্যাপি গেমিং………………
গেমটির সিস্টেম রিকোয়ারমেন্টস=>
Windows XP or Vista
Processor:
2.4+GHz Intel or 2.0+GHz AMD
Memory:
1 Gigabyte RAM (XP)
2 Gigabyte RAM (Vista)
Video Card:
NVIDIA GeForce 6 series (6800GT or better)
ATI 1300XT or better (X1550, X1600 Pro and HD2400 are below minimum system requirements)
Hard Drive Space:
12 Gigabytes
Sound Card:
DirectX 9.0c compatible sound card and drivers
Recommended System Requirements
Operating System:
Windows XP or Vista
Processor:
2.6+GHz Intel or 2.4+GHz AMD
Memory:
2 Gigabyte RAM
Video Card:
NVIDIA GeForce 7900 GTX or higher
ATI X1800 XL series or higher
Hard Drive Space:
12 Gigabytes
Sound Card:
DirectX 9.0c compatible sound card and drivers - 5.1 sound card recommended
Baki sob thik ache, kintu ATI HD5450 die khela jabe kina, ektu janan.
উত্তরমুছুনঅবশ্যি যাবে। আমি তো ফালতু একটা গ্রাফিক্স কার্ড দিয়ে এই গেম শেষ করলাম। আর এটা তো বরং অনেক ভালো গ্রাফিক্স কার্ড!
উত্তরমুছুন