পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২৫ মে, ২০১২

নীড ফর স্পীড এর আরেকটি দূর্দান্ত গেমঃ দ্যা রান





      



 
২০১১ সালের যে কয়টি গেম সারা পৃথিবী মাতিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম হলো নীড ফর স্পীড এর আরেকটি অসাধারন গেম দ্যা রান আমি বরাবর ই রেসিং গেমের অনেক বড় ফ্যান রেসিং গেম হাতের কাছে পেলেই খেলে ফেলি নীড ফর স্পীড অনেক বিখ্যাত একটা সিরিজ হলেও এর নতুন গেম গুলো তেমন পছন্দ হচ্ছিলো না কারণ Carbon এর পরের বেশির ভাগ গেমের ই storyline অথবা graphics মন মতো হচ্ছিলো না কিন্তু এ ক্ষেত্রে দ্যা রান ব্যতিক্রম

     গেমটির কয়েকটি দিক অনেক ইউনিকঃ; সেগুলোই গেমটিকে করেছে অনেক বেশি আকর্ষনীয় আর প্রথমেই আসবে গেমের storyline গেমের storyline অসাধারন এবং ইউনিকএই গেমে নীড ফর স্পীডের প্রথাগত street racing থেকে সম্পুর্ন আলাদা নীড ফর স্পীডের আগের গেমগুলো ছিলো open track অথবা fixed track কিন্তু এই গেমে তুলে ধরা হয়েছে আমেরিকার  সত্যিকারের রাস্তা গেমের নায়ক জ্যাক, কোনো কারনে তাকে তারা করতে থাকে মাফিয়া চক্র তাদের হাত থেকে রেস খেলে পালাতে হয় জ্যাক পরে স্যামের কাছে সাহায্য চায় মাফিয়াদের হাত থেকে রক্ষা পেতেস্যাম জানায় যে সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক পর্যন্ত লমবা একটি রেস হতে যাচ্ছে সে তাকে হেল্প করবে যদি সে রেসটি খেলে এবং লাভের ১০% ও জ্যাক পাবে জ্যাক রাজি হয় এবং রেসে নেমে পরে একে একে সান ফ্রান, লস এঙ্গেলেস, শিকাগো লাস ভেগাস পারি দিয়ে পৌছাতে হয় নিউ ইয়র্কে পথের মাঝে আসে নানা বাধা এভাবেই এগিয়ে যায় গেমের কাহীনি
     এবার আসা যাক গেমের graphics দ্যা রান এর graphics অসাধারন বললেও কম হয়এই গেমটি তৈরী করা হয় frostbite 2 গেম ইঞ্জিনের মাধ্যমে তাই গেমের graphics ফুটে উঠেছে অসাধারন ভাবে frostbite 2 ইঞ্জিনের graphics আমরা দেখেছি ব্যাড কোম্পানী ৩ তে (অসাধারন!!) এছাড়া গেমে তুলে ধরা হয়এছে আমেরিকার প্রক্রীতি গেমের চারপাশের গ্রাফিক্স মনোমুগ্ধকর কখনো পার্ক, কখনো মরুভুমি আবার কখনো বরফে ঢাকা রাস্তা ধরে খেলতে হবে গেমের কে রাস্তার দুধারের সৌন্দর্য্য সত্যি উপভোগ্য যদি গেম খেলা বাদ দিয়ে রাস্তার প্রকৃতি দেখেন আর কি

     এবার আসা যাক গেমপ্লের কথায় এখানে রয়েছে মারাত্বক পরিবর্তন অবশ্য Need For Speed Hot Pursuit খেলে থাকলে তেমন পরিবর্তন লাগবে না এখানে নীড ফর স্পীডে প্রথম বারের মত ড্রাইভারের চেহারা দেখানো হয়জ্যাক কে নিয়ে অনেক গুলো মিশন খেলতে হয়আর আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি ভাল লেগেছে তা হল এখানে রেসিং মুখ্য বিষয় না, রেসিং এর সাথে আরো অনেক কিছুই করতে হয় যেমন কিছু মিশন আছে যেগুলো জেকানিজমের মাধ্যমে খেলতে হয়(!!) মিশন গুলো অনেক বৈচিত্রপুর্ণ ভাবে করা হয়েছে যেমন কিছু মিশনে টাইম কভার করতে হয়, একটা মিশন মরুভুমির ধুলিঝড়ের মাঝে খেলতে হয়, আবার আরেকটা মিশন খেলতে হয় তুষার ঝড়েরমাঝ দিয়ে কখনো বা পুলিশের হাত থেকে বাঁচতে হবে আর কখনো রেল লাইনের উপর ক্রাশ করা গাড়ি থেকে ট্রেন আসার আগেই পালাতে হবে। আর তাও যদি ভালো না লাগে তবে ধৈর্য্য ধরে লাস্ট মিশন পর্যন্ত খেলুন, লাস্ট মিশন আপনার মাথা ঘুরিয়ে দিবে নিশ্চিত করে বলতে পারি আর গেমের সাউন্ডও গেমের সাথে সামঞ্জস্যপূর্ণ তাই খেলার মাঝে অন্যরকম এক অনুভুতি পাওয়া যায়
     আলোচনা সমালোচনা যাই হোক না কেন গেমটি যে রেসিং গেমের মাঝে ভিন্ন মাত্রা যোগ করেছে তা বলার অপেক্ষা রাখে না। যারা খেলেননি তারা এখনি খেলে ফেলুন খেলতে খেলতে হারিয়ে যাবেন আমেরিকার হাইওয়ের গতির মাঝে সাথে থাকবে অসাধারন প্রাকৃতিক সৌন্দর্য্য আর জমজমাট কাহিনী
                                                       
read more "নীড ফর স্পীড এর আরেকটি দূর্দান্ত গেমঃ দ্যা রান"

শুক্রবার, ১১ মে, ২০১২

MAFIA II

 

 

 

যারা মাফিয়াঃ দ্য লস্ট হেভেন গেমটি খেলেছেন তারা ভালো করেই জানেন মাফিয়া গেম সিরিজটি কেমন আসলে মাফিয়ার মত গেম পৃথিবীতে মনে হয় আর আসে নি আজ আলোচনা করবো মাফিয়া নিয়ে এই গেমটিতেও মাফিয়াদের জীবন ফুটে উঠেছে

গেমটির কাহিণী শুরু হয় ভিটো স্কেলেট্টা নামের এক যুবককে নিয়ে তার বাবা তাকে, মা ও বোনকে নিয়ে অ্যাম্পেয়ার বে সিটিতে চলে আসে সিসিলি থেকে ভিটো নতুন সিটিতে এক বন্ধু পায় নাম তার জো এই জো আর ভিটোকে নিয়েই মাফিয়া ২ এর কাহিনী গড়ে উঠে গেমটির শুরুতে দেখা যায় ভিটো আর জো একটি স্বর্ণের দোকান লুট করতে গিয়ে ভিটো ধরা পরে ও জেলে যায় সেখান থেকে রিফুজি হিসেবে তাকে ইটালিতে যুদ্ধ করতে পাঠানো হয় যুদ্ধ থেকে কিছু দিনের জন্যে ফিরে আসে ভিটো এম্পেয়ার বে তে এসে দেখে জো তখন অনেক ক্ষমতাবান ও ধনী একজনে পরিনত হয়েছে জো তাকে যুদ্ধে না যাওয়ার জন্যে প্রয়োজনীয় কাগজপত্র যোগার করে দেয় এরপর জোয়ের মাধ্যমেই ভিটো মাফিয়া জগতে প্রবেশ করে

জো আর ভিটো মাফিয়াদের হয়ে বিভিন্ন মিশনে কাজ করে এভাবে তারা বিভিন্ন মাফিয়ার সাথে ক্লোজ় হয়ে যায় কিন্তু সবসময় সবকিছু ভালো চলে না এটাই মাফিয়া জীবনের আসল রূপ হ্যানরি নামের মাফিয়ার লিডার তাদের ফাঁদে ফালায় ও এর পরে সব মাফিয়ারা ভিটোকে মারার জন্য উঠে পরে লাগে গেমটির শেষে আছে বিরাট চমক আপনি কল্পনাও করতে পারবেন না এটি কিভাবে সম্ভব হয়!




গেমটির গ্রাফিক্স নিয়ে কিছু বলার আছে বলে মনে হয় না চমৎকার গ্রাফিক্স এর সাথে সামাঞ্জস্যপূর্ণ ১৩৩৬-৫০ সালের গাড়িগুলো আপনাকে অন্য ভূবণে নিয়ে যাবে তবে গেমটির স্টোরি হচ্ছে এর সবচেয়ে আকর্ষণীয় বস্তু ভিটো চরিত্রটি এমন ভাবে বানানো হয়েছে যে আপনি একে আলাদা ভার্চুয়াল ক্যারেক্টার হিসেবে চিন্তাই করবেন না পুরো গেমটিতেই পাওয়া যায় মাফিয়া জীবনের স্বাদ আসলে সেভাবে বোঝাতে পারছি না যে কাহিনী, গ্রাফিক্স আর ক্যারেক্টারগুলোর কম্বিনেসনে গেমটি কতখানি মাতাবে আপনাকে আপনি একটি কাজই করনে পারেন ও তা হল গেমটি খেলে ফেলা! গেমটির আরেকটি জিনিস আমার ভালো লেগেছে তা হল মিউজিক, বিশেষ করে এম্পেয়ার রেডিও স্টেশনের সব মন ভুলানো গান আমি এখনো গেমটি প্রায়ই অন করি শুধু মাত্র গেমটার ক্ল্যাসিক গানগুলো শোনার জন্য

গেমটির কিছু নেগেটিভ পয়েন্টও আছেবিশেষ করে এই গেমটিতে গালাগালির পরিমান অত্যাধিক বেশি তারপর ফিনিশিং দেখে মেজাজটাই বিগড়ে গিয়েছিল এরকম গ্রাফিক্সের একটা গেমসে গেম শেষ হওয়ার পরেও সিটি ওপেন রাখা উচিৎ ছিল, যেটা অনেক মিস করেছি

সব মিলিয়ে গেমটা বেশি সুন্দর তো…গেমটা কি খেলেছেন? যদি খেলে না থাকেন তাহলে খেলে ফেলুন! গেমটা আপনাকে হতাশ করবে না


read more "MAFIA II"

জনপ্রিয় পোস্টসমূহ