২০১১ সালের যে কয়টি গেম সারা পৃথিবী মাতিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম
হলো নীড ফর স্পীড এর আরেকটি অসাধারন গেম দ্যা রান। আমি বরাবর ই রেসিং গেমের অনেক বড় ফ্যান। রেসিং গেম
হাতের কাছে পেলেই খেলে ফেলি। নীড ফর স্পীড
অনেক বিখ্যাত একটা সিরিজ হলেও এর নতুন গেম গুলো তেমন পছন্দ হচ্ছিলো না। কারণ Carbon এর পরের বেশির ভাগ গেমের ই
storyline অথবা graphics মন মতো হচ্ছিলো
না। কিন্তু এ ক্ষেত্রে দ্যা রান ব্যতিক্রম।
গেমটির কয়েকটি দিক অনেক ইউনিকঃ;
সেগুলোই গেমটিকে করেছে অনেক বেশি আকর্ষনীয়। আর প্রথমেই আসবে গেমের storyline। গেমের storyline অসাধারন এবং ইউনিক।এই গেমে নীড ফর স্পীডের প্রথাগত street racing থেকে সম্পুর্ন আলাদা। নীড ফর স্পীডের
আগের গেমগুলো ছিলো open track অথবা fixed track। কিন্তু এই গেমে তুলে ধরা হয়েছে আমেরিকার সত্যিকারের রাস্তা। গেমের নায়ক জ্যাক, কোনো কারনে তাকে তারা করতে
থাকে মাফিয়া চক্র। তাদের হাত থেকে রেস খেলে পালাতে হয়। জ্যাক পরে স্যামের কাছে সাহায্য চায় মাফিয়াদের হাত থেকে রক্ষা
পেতে।স্যাম জানায় যে সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক
পর্যন্ত লমবা একটি রেস হতে যাচ্ছে। সে তাকে
হেল্প করবে যদি সে রেসটি খেলে। এবং লাভের
১০% ও জ্যাক পাবে। জ্যাক রাজি
হয় এবং রেসে নেমে পরে। একে একে সান ফ্রান, লস এঙ্গেলেস, শিকাগো লাস ভেগাস পারি দিয়ে পৌছাতে
হয় নিউ ইয়র্কে। পথের মাঝে আসে নানা বাধা। এভাবেই এগিয়ে যায় গেমের কাহীনি।
এবার আসা যাক গেমের
graphics এ। দ্যা রান
এর
graphics অসাধারন বললেও কম হয়।এই গেমটি তৈরী করা হয় frostbite 2 গেম ইঞ্জিনের
মাধ্যমে। তাই গেমের graphics ফুটে উঠেছে অসাধারন ভাবে। frostbite 2 ইঞ্জিনের graphics আমরা দেখেছি ব্যাড কোম্পানী
৩ তে (অসাধারন!!) এছাড়া গেমে তুলে
ধরা হয়এছে আমেরিকার প্রক্রীতি। গেমের চারপাশের
গ্রাফিক্স মনোমুগ্ধকর। কখনো পার্ক, কখনো মরুভুমি আবার কখনো বরফে ঢাকা রাস্তা ধরে খেলতে হবে গেমের কে। রাস্তার দুধারের সৌন্দর্য্য সত্যি ই উপভোগ্য। যদি গেম খেলা বাদ দিয়ে রাস্তার প্রকৃতি দেখেন আর কি!
এবার আসা যাক গেমপ্লের কথায়। এখানে রয়েছে মারাত্বক পরিবর্তন। অবশ্য Need For Speed Hot Pursuit
খেলে থাকলে তেমন পরিবর্তন লাগবে না। এখানে নীড ফর স্পীডে প্রথম বারের মত ড্রাইভারের চেহারা দেখানো হয়।জ্যাক কে নিয়ে অনেক গুলো মিশন খেলতে হয়।আর আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি ভাল লেগেছে তা হল এখানে রেসিং এ মুখ্য বিষয় না, রেসিং এর সাথে আরো অনেক কিছুই করতে হয়। যেমন কিছু মিশন আছে যেগুলো জেকানিজমের মাধ্যমে খেলতে হয়(!!) মিশন গুলো অনেক বৈচিত্রপুর্ণ ভাবে করা হয়েছে। যেমন কিছু মিশনে টাইম কভার করতে হয়, একটা মিশন মরুভুমির ধুলিঝড়ের মাঝে খেলতে হয়, আবার আরেকটা মিশন খেলতে হয় তুষার ঝড়েরমাঝ দিয়ে। কখনো বা পুলিশের হাত থেকে বাঁচতে
হবে আর কখনো রেল লাইনের উপর ক্রাশ করা গাড়ি থেকে ট্রেন আসার আগেই পালাতে হবে। আর তাও যদি ভালো না লাগে তবে ধৈর্য্য ধরে লাস্ট মিশন পর্যন্ত খেলুন, লাস্ট মিশন আপনার মাথা ঘুরিয়ে দিবে নিশ্চিত করে বলতে পারি। আর গেমের সাউন্ডও গেমের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই খেলার মাঝে অন্যরকম এক অনুভুতি পাওয়া যায়।
আলোচনা সমালোচনা যাই হোক না কেন গেমটি যে রেসিং গেমের মাঝে ভিন্ন মাত্রা যোগ করেছে
তা বলার অপেক্ষা রাখে না। যারা খেলেননি তারা এখনি খেলে ফেলুন। খেলতে খেলতে হারিয়ে যাবেন আমেরিকার হাইওয়ের গতির মাঝে। সাথে থাকবে অসাধারন প্রাকৃতিক সৌন্দর্য্য আর জমজমাট কাহিনী।