পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১১ মে, ২০১২

MAFIA II

 

 

 

যারা মাফিয়াঃ দ্য লস্ট হেভেন গেমটি খেলেছেন তারা ভালো করেই জানেন মাফিয়া গেম সিরিজটি কেমন আসলে মাফিয়ার মত গেম পৃথিবীতে মনে হয় আর আসে নি আজ আলোচনা করবো মাফিয়া নিয়ে এই গেমটিতেও মাফিয়াদের জীবন ফুটে উঠেছে

গেমটির কাহিণী শুরু হয় ভিটো স্কেলেট্টা নামের এক যুবককে নিয়ে তার বাবা তাকে, মা ও বোনকে নিয়ে অ্যাম্পেয়ার বে সিটিতে চলে আসে সিসিলি থেকে ভিটো নতুন সিটিতে এক বন্ধু পায় নাম তার জো এই জো আর ভিটোকে নিয়েই মাফিয়া ২ এর কাহিনী গড়ে উঠে গেমটির শুরুতে দেখা যায় ভিটো আর জো একটি স্বর্ণের দোকান লুট করতে গিয়ে ভিটো ধরা পরে ও জেলে যায় সেখান থেকে রিফুজি হিসেবে তাকে ইটালিতে যুদ্ধ করতে পাঠানো হয় যুদ্ধ থেকে কিছু দিনের জন্যে ফিরে আসে ভিটো এম্পেয়ার বে তে এসে দেখে জো তখন অনেক ক্ষমতাবান ও ধনী একজনে পরিনত হয়েছে জো তাকে যুদ্ধে না যাওয়ার জন্যে প্রয়োজনীয় কাগজপত্র যোগার করে দেয় এরপর জোয়ের মাধ্যমেই ভিটো মাফিয়া জগতে প্রবেশ করে

জো আর ভিটো মাফিয়াদের হয়ে বিভিন্ন মিশনে কাজ করে এভাবে তারা বিভিন্ন মাফিয়ার সাথে ক্লোজ় হয়ে যায় কিন্তু সবসময় সবকিছু ভালো চলে না এটাই মাফিয়া জীবনের আসল রূপ হ্যানরি নামের মাফিয়ার লিডার তাদের ফাঁদে ফালায় ও এর পরে সব মাফিয়ারা ভিটোকে মারার জন্য উঠে পরে লাগে গেমটির শেষে আছে বিরাট চমক আপনি কল্পনাও করতে পারবেন না এটি কিভাবে সম্ভব হয়!




গেমটির গ্রাফিক্স নিয়ে কিছু বলার আছে বলে মনে হয় না চমৎকার গ্রাফিক্স এর সাথে সামাঞ্জস্যপূর্ণ ১৩৩৬-৫০ সালের গাড়িগুলো আপনাকে অন্য ভূবণে নিয়ে যাবে তবে গেমটির স্টোরি হচ্ছে এর সবচেয়ে আকর্ষণীয় বস্তু ভিটো চরিত্রটি এমন ভাবে বানানো হয়েছে যে আপনি একে আলাদা ভার্চুয়াল ক্যারেক্টার হিসেবে চিন্তাই করবেন না পুরো গেমটিতেই পাওয়া যায় মাফিয়া জীবনের স্বাদ আসলে সেভাবে বোঝাতে পারছি না যে কাহিনী, গ্রাফিক্স আর ক্যারেক্টারগুলোর কম্বিনেসনে গেমটি কতখানি মাতাবে আপনাকে আপনি একটি কাজই করনে পারেন ও তা হল গেমটি খেলে ফেলা! গেমটির আরেকটি জিনিস আমার ভালো লেগেছে তা হল মিউজিক, বিশেষ করে এম্পেয়ার রেডিও স্টেশনের সব মন ভুলানো গান আমি এখনো গেমটি প্রায়ই অন করি শুধু মাত্র গেমটার ক্ল্যাসিক গানগুলো শোনার জন্য

গেমটির কিছু নেগেটিভ পয়েন্টও আছেবিশেষ করে এই গেমটিতে গালাগালির পরিমান অত্যাধিক বেশি তারপর ফিনিশিং দেখে মেজাজটাই বিগড়ে গিয়েছিল এরকম গ্রাফিক্সের একটা গেমসে গেম শেষ হওয়ার পরেও সিটি ওপেন রাখা উচিৎ ছিল, যেটা অনেক মিস করেছি

সব মিলিয়ে গেমটা বেশি সুন্দর তো…গেমটা কি খেলেছেন? যদি খেলে না থাকেন তাহলে খেলে ফেলুন! গেমটা আপনাকে হতাশ করবে না


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ