পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৪ জুন, ২০১১

Need For Speed: Carbon

কিছুদিন আগে আলোচনা করেছিলাম নীড ফর স্পীডঃ মোস্ট ওয়ান্টেড নিয়ে আজ আলোচনা করবো এর পরবর্তী সিক্যুয়েল কার্বন নিয়ে এটিও NFS Series এর অন্যতম ব্যবসা সফল এবং জনপ্রিয় গেম এই গেমটি জয় করে নিয়েছে গেমারদের মন

মোস্ট ওয়ান্টেডের যেখানে শেষ সেখান থেকেই কার্বনের কাহিনী শুরু মোস্ট ওয়ান্টেডের শেষে দেখা যায় যে রকপোর্ট সিটির সার্জেন্ট ক্রস এবং সব পুলিশ কার রেসারকে চেজ করতে থাকে এবং রেসারটি একটি ভাঙ্গা ব্রীজ দিয়ে জাম্প দিয়ে অন্য সিটিতে প্রবেশ করে এই অন্য সিটিই হচ্ছে পেলমাউন্ট সিটি কার্বন গেমটি খেলতে হয় এই সিটিতেই এখানে স্ট্রীট রেসের সময় রেসারের BMW M3 GTR গাড়িটি এক্সিডেন্ট করে নষ্ট হয়ে যায় ফলে নতুন গাড়ি কিনে সবকিছু নতুনভাবে শুরূ করতে হয় এ সময় নিকি নামের একটি মেয়ে বিভিন্নভাবে সাহায্য করে
 
কার্বন সিটিটি চার ভাগে বিভক্ত এই চার জায়গায় রাজত্ব করে চারজন স্ট্রীট রেসারএই জায়গাগুলো আবার অনেক ছোট ছোট এরিয়ায় বিভক্ত এই সব ছোট এরিয়ার রেসগুলো  খেলে একটি এরিয়া আনলক করতে হবে এভাবে সব এরিয়া আনলক করতে পারলেই এরিয়ার বস আপনাকে চেলেঞ্জ জানাবে বসকে হারাতে পারলেই এরিয়াটি নিজের  হয়ে যাবে

কার্বন গেমটিতে তিন ধরনের গাড়ি আছে এগুলো হচ্ছে muscle, exotic এবং tuner তিন এরিয়ার বস তিন ধরণের গাড়ি চালায় আর একজন হচ্ছে ডেরিয়াস যে পুরো পেলমাউন্ট সিটির বস তিন জায়গার তিন বসকে হারানোর পর ডেরিয়াসের জায়গা আনলক করতে হয় এরপর ডেরিয়াস্কে চেলেঞ্জে হারিয়ে পুরো পেলমেন্ট সিটির বস হওয়া যায় এভাবে গেমটির কাহিনী শেষ হয়
এই গেমটিতে কিছু বৈশিষ্ট্য রয়েছে যা একে মোস্ট ওয়ান্টেড থেকে আলাদা করেছে প্রথমেই বলতে হয় উইংম্যানের কথা এই গেমের কিছু রেসে আপনি আপনার উইংম্যান হিসেবে কিছু লোককে রাখতে পারবেন উইংম্যান রেস জিতলে রেসটি নিজেরি জেতা হয়ে যাবে উইংম্যানকে বিভিন্নভাবে কন্ট্রোল করা যায় উইংম্যান পথ দেখিয়ে নিয়ে যেতে পারে, অপর কোন রাইডকে ডিস্টার্ব করতে পারে অন্য রাইডারদের ব্লক করেও দিতে পারে সর্বশেষ উইংম্যান হিসেবে পাওয়া যায় নিকিকে এই গেমে রয়েছে ক্যানিয়ন রেসিং কার্বন ক্যানিয়ন নামক এক উপত্যকার বিপদজনক প্রান্তে পনেন্টদের সাথে রেস করতে হয় আবার বসদের সাথে এই ক্যানিয়নেই করতে হয় ক্যানিয়ন  ডুয়েল গেমটির আন্যতম আকর্ষন; অন্তত আমার কাছে মনে হয়েছে এর ড্রিফট রেসিং যতো বেশি ড্রিফট করা যায় ততো বেশি পয়েন্ট পাওয়া যায় পয়েন্ট অপনেন্টের চেয়ে বেশি হলে রেস জিতা যায়
 
    এবার আসা যাক গাড়ির কথায় এখানেও তিন ধরনের গাড়ি আছেঃ মাসল, একজস্টিক এবং টিওনার এই তিন ধরনের গাড়ি নিয়েই খেলা যায় আমার প্রথম গাড়ি ছিলো CHEVORLET CAMARROW পরে নতুন নতুন গাড়ি আনলক করা যায় গেমে মোস্ট ওয়ান্টেডের মতো অনেক ব্র্যান্ডের গাড়ি আছে
     গাড়ির পার্টস এই গেমে মোস্ট ওয়য়ান্টেড থেকে অনেক বেশি এই গেমে অনেক ভালো ভাবে গাড়ি কাস্টোমাইজ করা যায়কার্বনে বিভিন্ন লেভেলের গাড়ি আছে বিভিন্ন লেভেলের গাড়ির জন্য বিভিন্ন পার্টস আনলক করতে হয়
     এই গেমটির গ্রাফিক্স অনেক চমতকার,মিউজিক কুয়ালিটিও অনেক ভালো সবচেয়ে বড় কথা, পুরো গেমটি খেলতে হবে রাতের বেলায়, যা গেমটিতে যুক্ত করেছে ভিন্ন মাত্রা নীদ ফর স্পীডের অন্যতম বিখ্যাত গেম এটি যদি খেলা না হয়ে থাকে তবে খেলে দেখুন, আশা করি ভালো লাগবে

গেমটির সিসটেম রিকোয়ারমেন্টসঃ 
Need for Speed Carbon Minimum System Rquirements
OS: Windows XP
Processor: Pentium 4 @ 1.7 GHz
Memory: 512 Mb
Hard Drive space: 5.3 Gb
Video Memory: 64 Mb
Sound Card: DirectX Compatible
DirectX: 9.0
Keyboard
Mouse
DVD Rom Drive


সর্বশেষে গেমটির ক্যেনিয়ন ড্রিফটের একটি ভিডিও দেখুন :)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ