প্রিন্স অফ পারসিয়াঃ সেন্ডস অফ টাইম নিয়ে আগে আলোচনা করেছিলাম। আজ করব এর পরবর্তী সিক্যুয়েল ওয়ারিয়র উইদিন নিয়ে। এ সিক্যুয়েলটি কাহিনীর দিক দিয়ে এর পূর্ববর্তী গেমকেও হার মানায়। এই গেমটির কাহিনী শুরু হয় সেন্ডস অফ টাইম শেষ হওয়ার ৭ বছর পরে টাইম আইল্যান্ড এ। মজার ব্যপার হল প্রিন্স অফ পারসিয়া দ্য ফরগটেন সেন্ডস যা কিনা এই সিরিজের ৫ম সিক্যুয়াল তা স্থান পেয়েছে সেন্ডস অফ টাইম আর ওয়ারিয়র উইদিনের মাঝখানে। অর্থাৎ প্রিক্যুয়েল হিসেবে।
যাই হোক ওয়ারিয়র উইদিন গেমটি শুরু হয় একটি জাহাজ থেকে। প্রিন্স জাহাজে করে তার ডেস্টিনি মোকাবেলা করে নিজের ফেইট বা ভাগ্য পরিবর্তনের জন্য টাইম আইল্যান্ড এ আসে। যেহেতু প্রিন্স সেন্ডস অফ টাইমে সেন্ড ব্যবহার করেছে তাই তার মরণ হবে ডাহাকা নামক সেন্ড মন্সটারের হাতে। কারন যারা আওয়ার গ্লাস থেকে সেন্ড ইউজ করে তারা ডাহাকার হাতে মারা যায়। এটিই তাদের ফেট। যে কোন দিন ডাহাকা সেন্ড আইল্যান্ড থেকে বের হয়ে প্রিন্সকে মেরে ফেলতে পারে। প্রিন্স বরং তার ডেস্টিনি পরিবর্তন করতে চায়। তাই সে নিজেই সেন্ড আইল্যান্ড এ যায় তার ফেইটকে মোকাবেলা করতে এবং ডাহাকাকে মারতে। এভাবে কাহিনী চলতে থাকে।
গেমটির গেমপ্লে, কাহিনী ও সিনেমাটিক্স অসাধারণ! সবচেয়ে মজার ব্যপার হল টাইম ক্যাসলে দুইটি মোড আছে একটি হল প্রেজেন্ট যেখানে ক্যাসলটি ভাঙ্গাচূড়া অবস্থায় দেখানো হয়। এখানে কোন সেন্ড মন্সটার থাকে না শুধুমাত্র ডাহাকা ছাড়া। ডাহাকার তাড়া থেকে বাচার জন্য প্রিন্সকে নিয়ে পালাতে হয়, যা গেমটিতে এক অনন্য সংযোজন। আর পাস্ট মোডে প্রিন্স চলে যায় প্রায় পাচশো বছর পূর্বে, যখন ক্যাসলটি একবারে নতুন থাকে, এখানে বিভিন্ন ট্রেপ, মন্সটার ইত্যাদি থাকে।
ডাহাকা |
ও গেমসে আরো কিছু জিনিষ আছে। প্রথমে হল টাইম কন্ট্রোলার কাইলিনা। সে জানে যে প্রিন্স যদি তার ফেইট চেঞ্জ করতে পারে তবে সে মারা যাবে। তাই সে বিভিন্নভাবে প্রিন্সকে ফাদে ফালানোর চেস্টা করে। সেও প্রিন্সের মত টাইম কন্ট্রোল করতে পারে। গেমটির শেষ দুইভাবে ঘটতে পারে। যদি গেমার সবগুলো লাইফ আপডেট পায় তাহলে ওয়াটার সোর্ড পাওয়া যাবে যা দিয়ে প্রিন্স ডাহাকাকে মারতে পারবে। আর যদি সবগুলো লাইফ আপডেট না পায় তাহলে কাইলিনার সাথে আবারো ফাইট করতে হবে। এক্ষেত্রে কাইলিনা আরো বেশী শক্তিশালী থাকবে।
ডাহাকা কিংবা কাইলিনা কে হারানোর পর গেমটি শেষ হয়। এই গেমসের শেষে এর পরবর্তি গেম প্রিন্স অফ পারসিয়াঃ টু থ্রোন্সের কাহিনীর ইংগিত দেয়া আছে।সর্বপুরি গেমটি অসাধারণ। এখনো যদি না খেলে থাকেন তবে তাড়াতাড়ি খেলে ফেলুন! :D
গেমটর সিস্টেম রিকোয়ারমেন্টসঃ
Prince of Persia: Warrior Within Minimum Requirements:
OS: Windows 98 SE/2000/XP
Processor: 1000 MHz Pentium III, AMD Athlon or equivalent
RAM: 256 MB RAM
Video Card: NVIDIA GeForce 3 or higher, ATI Radeon 7500 or higher, Intel 915G
Sound Card: DirectX 8.0 compatible sound device
DirectX: DirectX 9.0c (included on disk)
Hard Drive Space: 1.5 GB hard drive space for minimum installation
Mouse: Windows-compatible mouse required
Prince of Persia: Warrior Within Recommended Requirements:
OS: Windows 98 SE/2000/XP
Processor: 1.5 GHz Pentium 4, AMD Athlon or equivalent
RAM: 512 MB RAM
Video Card: NVIDIA GeForce 4 or ATI Radeon 9500, or higher
Sound Card: DirectX 8.0 compatible sound device
DirectX: DirectX 9.0c (included on disk)
Hard Drive Space: 2.2 GB GB hard drive space for full installation
Mouse: Windows-compatible mouse required
Controller: Dual analog gamepad
গেমটর সিস্টেম রিকোয়ারমেন্টসঃ
Prince of Persia: Warrior Within Minimum Requirements:
OS: Windows 98 SE/2000/XP
Processor: 1000 MHz Pentium III, AMD Athlon or equivalent
RAM: 256 MB RAM
Video Card: NVIDIA GeForce 3 or higher, ATI Radeon 7500 or higher, Intel 915G
Sound Card: DirectX 8.0 compatible sound device
DirectX: DirectX 9.0c (included on disk)
Hard Drive Space: 1.5 GB hard drive space for minimum installation
Mouse: Windows-compatible mouse required
Prince of Persia: Warrior Within Recommended Requirements:
OS: Windows 98 SE/2000/XP
Processor: 1.5 GHz Pentium 4, AMD Athlon or equivalent
RAM: 512 MB RAM
Video Card: NVIDIA GeForce 4 or ATI Radeon 9500, or higher
Sound Card: DirectX 8.0 compatible sound device
DirectX: DirectX 9.0c (included on disk)
Hard Drive Space: 2.2 GB GB hard drive space for full installation
Mouse: Windows-compatible mouse required
Controller: Dual analog gamepad
thank you so much for this post
উত্তরমুছুন