পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২

হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ়ঃ পার্ট 2




ভাববেন না আজ আপনাদের হ্যারির কাহিনী বলতে যাচ্ছি না হ্যারি পটারের কাহিনী নিয়ে কিছু বলার মত দুঃসাহস নেই আশা করি সবাই হ্যারি পটার এন্ড দ্য ডেথলি হ্যালোজ পার্ট মুভি কিংবা বই পড়ে ফেলেছেন আজ কথা বলব হ্যারি পটারের শেষ গেমটি সম্পর্কে
প্রথমেই বলে নিতে চাই অনেকে বলে এই গেমটা অনেক সোজা এবং বাচ্চাদের গেম আমার কাছে গেম খেলা টাইম পাস করার সবচেয়ে ভালো উপায় গুলোর একটি আর গেম খেলা মানে এই না যে সব সময় কঠিন স্ট্রেটেজির গেমই খেলতে হবে মাঝে মাঝে হালকা ধরণের গেম খেলার মাঝেই অনেক আনন্দ পাওয়া যায়

যাই হোক এই গেমটি হ্যারি পটার মুভিকেই ফলো করেছে কাহিনী শুরু হয় গ্রিনগ্রোটস ব্যাঙ্কের মাঝে রাখা হরক্রুক্সটা খুজে বের করার মাঝ দিয়ে সেখানে একটা এলফ বিশ্বাসঘাতকতা করে হ্যারি, রন আর হারমিওনকে ফেলে চলে যায় পরে মুভির মতই ড্রাগনকে মুক্ত করে পালাতে হয়
গেমটার গ্রাফিক্স আসলেই অসাধারণ! শেষ গেমটার ক্ষেত্রে EA Sports কোন কার্পণ্য প্রদর্শন করে নি! বিশেষ করে বিভিন্ন এনিমেটেড পার্টগুলোর গ্রাফিক্স আসলেই নজরকাড়া গেমটির গেমপ্লেও অন্যগুলোর চেয়ে ভাল বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের স্পেল কাস্ট শেখা যায় তা ডেথইটারদের বিরুদ্ধে ব্যবহার করা যায় প্রোটেগো স্পেলের মাধ্যমে একটা শিল্ড তৈরি করা যায় যার মাধ্যমে ডেথইটারদের কার্স আটকে রাখা যায় আল্প কিছু সময়ের জন্য এছাড়া গেমটিতে Stupefy, Expelliarmus, Expulso, Confringo, Petrificus Totalus, Impedimenta,  Apparition  ইত্যাদি বিভিন্ন স্পেল প্রয়োগ করা যায় এছাড়া শর্ট ডিস্টেন্সে এপারেট করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায় গেমটিতে হ্যারি ছাড়াও রন, হারমিওন, নেভিল, প্রফেসর ম্যাকগনাগলকে নিয়ে খেলতে হয়

 



এই গেমটির মিশনগুলো শেষ করাও মজার যেমন হগস্মিডে ডাম্বোলডোরের ভাই অ্যাবার্থফোর্থকে খুজে বার করা কিংবা স্নেইপের সাথে ব্যাটল করা বা হোগওয়ার্ড ক্যাসলকে রক্ষা করা বা সবার শেষে পেন্সিভে হ্যারি তার ডেস্টিনি দেখে ভোল্ডেমর্টের কাছে আত্মসমর্পণ করা ইত্যাদি প্রত্যেকটি মুহুর্তে মনে হবে নিজেই হ্যারি হয়ে প্রত্যেকটি কাজ করে যাচ্ছি এই জন্যই গেমটি খেলতে অনেক মজার লেগেছে বই এবং মুভির মত গেমেও ডার্কলর্ড ভোল্ডেমর্টকে হত্যা করার মাধ্যমে গেমটির শেষ হয়। তাই হ্যারির লাস্ট এডভেঞ্চারটি মিস করা মোটেও উচিৎ হবে না


গেমটির সিস্টেম রিকোয়ারমেন্টসঃ
Windows XP/Vista/7
2.4GHz Single Core/2.0GHz Dual Core
1.5 GB RAM
9GB Free Hard Drive Space
256MB DX 9c Compatible Graphics Card. Geforce 6800, Ati X1600 or better
DirectX 9 Compatible

read more "হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ়ঃ পার্ট 2"

জনপ্রিয় পোস্টসমূহ