পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৭ জুন, ২০১১

Call Of Duty : Modern Warfare 2



COD Series এর আর একটি অনবদ্য গেম হল Modern Warfare 2. অনেকে গেমটিকে COD 6 বলে থাকলেও এটি আসলে COD 4 বা Call Of Duty 4 : Modern Warfare এর পরবর্তী ভার্সন গেমটির চমৎকার গ্রাফিক্স সত্যিকার অর্থেই মুগ্ধ করার মত। তাছাড়াও সাউন্ড কোয়ালিটি ও খুবই বাস্তবসম্মত, যা সহজেই Real World Environment এর অনুভুতি দেবে।



     গেমার, mission এর সময় ৫টি location পাবে। গেম এর শুরুতে Afghanistan training session দিয়ে শুরু হবে, শেষও হয় Afghanistan এই। তবে তাই বলে এটা ভাবার কোনও কারণ নেই যে গেমটির সাথে ওসামা বিন লাদেন এর কোনও সম্পৃক্ততা আছে! Afghanistan ছাড়াও Kazakhstan, Russia, Brazil U.S.A. এ অন্য mission গুলো খেলতে হবে।   

1st person shooting গেমটিতে Mission এও বৈচিত্র্য আছেগেমারকে কখনো হয়তো সরাসরি Strike team এর একজন হয়ে action এ যেতে হবে, আবার কখনো হয়তো দেখা গেল CIA এর deep undercover mission এ অংশ নিতে হবে, আবার কখনও চালকবিহীন drone বিমানের operator হয়েও খেলতে হবে। Mission এর ধরন বদলানোর সাথে সাথে গেমার এর strategy ও বদলে যাবে। কেননা সরাসরি action এর mission এ গেমার direct action এ যাবে, এসময় তাকে দ্রুত গতিসম্পন্ন হতে হবে। কিন্তু undercover mission এর সময় দেখে-শুনে,ধির-স্থির হয়ে খেলতে হবে।

       Modern Warfare 2 তে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে তা আসলেই MODERN! মোট প্রায় ৪৫টির মত অস্ত্র আছে গেমটিতে। অধিকাংশ অস্ত্রেই attachment আছে, যেমন red doted, ACOG sight, grenadier, silenced এবং সাধারন সাইট তো আছেই।    
     বেশিরভাগ সময় Gary “Roach” Sanderson কে নিয়ে খেলতে হয় গেমটিতেএছাড়া আরও ৪টি আলাদা চরিত্র নিয়ে খেলতে হয় এখানে। শেষ ৩টি mission খেলতে হয় Modern Warfare 1 এর John “Soap” MacTavish কে নিয়ে, যে কিনা গেম এর বাকি সময়টাতে Roach কে সরাসরি কমান্ড দেয়।
      গেমটির পটভূমি হচ্ছে Vladimir “Makarov” কে খুজে বের করা। যার নিজস্ব সন্ত্রাসী সেনাবাহিনী আছে। গেম এর একটি অন্যতম twist, General “Shepherd”. Shepherd ছিল একই সাথে Task Force 141 U.S. Army Rangers এর commander. গেমটির শেষে অপেক্ষা করছে একটি বিরাট চমক! 
     Call Of Duty 4: Modern Warfare 2 খুবই ব্যবসাসফল গেম। U.K. এর সর্বকালের ব্যবসাসফল গেম এটা। যাদের এখনও খেলা হয়নি, অবশ্যই খেলা উচিত তীব্র উত্তেজনাদায়ক এই গেমটি।

গেমটির সিস্টেম রিকোয়ারমেন্টসঃ
Call of Duty: Modern Warfare 2
System Requirements*
Intel Processor- Core 2 Duo E6600 2.4GHz
AMD Processor- Athlon 64 X2 Dual Core 4400+



Nvidia Graphics Card- GeForce 8800 GS
ATI Graphics Card- Radeon X1800 Series 256MB
RAM (Memory)- 2 GB
Hard Disk Space- 12 GB
Direct X- 9
* System requirements displayed are based on recommended system requirements and should be used as a guide only.
posted by Atanu Fagun

1 টি মন্তব্য:

জনপ্রিয় পোস্টসমূহ