পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৯ জুন, ২০১১

A Mystical game: The Darksiders


1.        পাব্লিশার   :  THQ
2.       ডেভেলাপার :  Vigil Games 
3.       প্লাটফরম  :   PC ; PS3 ; Xbox 360
4.       প্রকৃতি    :  Hack n Slash, Action Adventure
5.       রিলিজ    :  জানুয়ারি , ২০১০ ( নর্থ আমেরিকা ) PS3 Xbox 360
                সেপ্টেম্বর ২৩, ২০১০ ( নর্থ আমেরিকা ) PC   
6.       ধরণ     :  Single Player; Third Person 

প্রথম দৃষ্টিতে গেমটি হয়তবা অনেকের কাছে আকর্ষণীয় নাও লাগতে পারে , বিশেষ করে যারা PC তে গেম খেলে আমি সাধারণত Hack n Slash গেম পছন্দ করি তাই আমি সব কন্সোলের খবর রাখার চেষ্টা করি যখন গেমটি প্রথম দেখেছিলাম তখন খুব মন খারাপ হয়েছিল কারণ গেমটি তখন শুধু প্লেস্টেশনে রিলিজ পেয়েছিল অনেকদিন পর পিসির জন্য গেমটি বাংলাদেশের মার্কেটে দেখে বেশ খুশি হলাম একটু দেরিতে বের হয়েছে বলে গেমটি অনেকে নাও খেলা হতে পারে
গেম কিনার ব্যাপারে প্রথম জিনিস যা আমাকে আকৃষ্ট করে তা হল এর গ্রাফিক্স গেমপ্লে
গেমটি বাহ্যিকভাবে প্রথমেই Hack n Slash সবার মনে এর এক্ আমেজ এসে পরে তবে এর ব্যতিক্রমও দেখতে পেয়েছি     
প্লট
শত বর্ষ ধরে চলা, স্বর্গ নরকের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করার জন্য , সাময়িক যুদ্ধবিরতির জন্য দ্য চার্ড কাওন্সিল আপকালিপ্সের চারজন হোরস্ম্যানকে পাঠায় চার্ড কাওন্সিলের ধারনা , সন্ধির যুগযুগান্তকাল পরে মানব জাতি শেষ আপকালিপ্টিক যুদ্ধে এক বড় ভূমিকা পালন করবে আর যুদ্ধ শুরু হবে দ্য সেভেন্থ সীল ভাঙ্গার মাধ্যমে
বর্তমানে, পৃথিবিতে এঞ্জেল আর ডিমনেরা যুদ্ধ করছে ওয়ার’ , চারজন হোরস্ম্যানের মধ্যে একজন উপস্থিত হয় হেভেন আর হেল এর মধ্যবর্তী এই সংঘাত বন্ধ করতে। কিন্তু সে নিজেকে খুজে পায় যুদ্ধরক্তারক্তির মাঝে অন্য হর্সম্যান্দের দেখতে না পেয়ে সে বুঝতে পারে না কি করবে এক সময় স্বর্গের দলপতি অ্যাবাডনের দেখা সে পায়, যে তাকে বলে যে তাকে ডাকা হয় নি এবং চারজন হর্সম্যানদের বাকি তিন জনআসেনি আর দ্য সেভেন্থ সীলও কেউ ভাঙ্গে নি


এমন সময় স্ট্রাগা, এক শক্তিশালী ডিমন, পাতাল থেকে উঠে আসে এবং অ্যাবাডনকে মেরে ফেলে ওয়ার স্ট্রাগার সাথে ফাইট করে হেরে যায় ওয়ারকে মারার পরিবর্তে চার্ড কাউন্সিলে পাঠানো হয় সীল ভাঙার পূর্বে অ্যাপোক্যালিপ্টিক যুদ্ধ শুরুর জন্য তাকে অভিযুক্ত করা হয় কিন্তু ওয়ার তা অস্বীকার করে এবং দাবী করে যে কেউ ষড়যন্ত্র করে তাকে জাগিয়েছে সে তার ষড়যন্ত্রকারিকে খুজে বের করার জন্য পৃথিবীতে আসতে চায় সে পৃথিবীতে ফেরার সু্যোগ পায়
পৃথিবীতে ফিরে সে দেখে অনেক দেরি হয়ে গেছে এবং নরকের নেতা ডেস্ট্রয়ার যুদ্ধে জিতেছে পৃথিবীতে ভারসাম্য আনতে সে ডেস্ট্রয়ারকে মারার পণ করে এভাবে কাহিনী এগিয়ে যায়


গ্রাফিক্স :
গেমের গ্রাফিক্সের ব্যাপারে সামাঞ্জস্যতা দেখা যায় খানিকটা কারটুনিশ টাইপের গ্রাফিক্স এর আগেও ( প্রিন্স অফ পারসিয়া ২০০৮) দেখা গেছে  বিভিন্ন পরিবেশের ডিটেইল বিবরণ দেওয়ার চেস্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার রাখে গেমসটির গ্রাফিক্স যে উন্নত এ ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করবে না
গেমপ্লে :
যারা গড অফ ওয়ার খেলেনি তাদের উচিত এই গেমটি খেলা গেমের শুরুতে ওয়ারের বেশিরভাগ পাওয়ার নিয়ে নেওয়া হয় , শুধু কেওয়াসইটার সোর্ড ছাড়া ধীরে ধীরে সোউল সংগ্রহ করে কম্বো আপডেট করতে হয় পুরো গেমে তিন্ ধরণের অস্ত্র পাওয়া যায় প্রত্যেকটির কম্ব যেমন ভিন্ন তেমনি

প্রত্যেকটির ফিনিশিং মুভ ভিন্ন আবার প্রত্যেক শ্ত্রুর ক্ষেত্রে ফিনিশিং ভিন্ন এছাড়া শুরিকেন জাতীয় অস্ত্র আছে যা দূরের শ্ত্রু মারতে সহায়ক গেমটিতে পাযল , এক্সপ্লোরিং ফ্রি রানিং এর ব্যাবস্থা আছে এছাড়া রয়েছে বিভিন্ন এনহান্সমেন্ট যা ওয়েপনের সাথে লাগিয়ে সোর্ডফাইটিং স্টাইল আরো উন্নত করা যাবে ডেভিল মে ক্রাই এর ডেভিল ট্রিগারের মত র‌্যাথ মোড ছে, যার মাধ্যমে সহজে শত্রুকে মারা যায়। গেমে কালেক্টেবল আইটেম হিসেবে অনেক কিছু পাওয়া যাবে
 
সর্বপুরি গেমটি অসাধারণ! যদি এখনো না খেলে থাকেন তাহলে খেলে ফেলুন এখনি। নিশ্চিতভাবে বলছি যে গেমটি খেলে আপনাকে হতাশ হতে হবে না। যদিও এর গেমপ্লে অনেক কঠিন তবে ভালো জিনিষ খেলতে হলে তো একটু কষ্ট করে খেলতে তো হবেই! তাই খেলে ফেলুন গেমটি :D
রেটিং :
IGN            :  7.8 – 8.3 (Good)
Gamespot       :  8.4  -  8.5   (Great)
Metacitric       : 8.2   -  8.3     

রিকোয়ারমেন্টস :
Minimum:
1.                  Operating System: Windows XP SP3, Vista SP1, Windows 7
1.                  Processor: AMD Athlon 64 Processor 3800 2.4Ghz, Intel Pentium 4 530 3.0Ghz Processor
2.                  RAM Memory: 1 GB (Windows XP), 2 GB (Vista / Windows 7)
3.                  Graphics Card: ATI Radeon X1900 or NVIDIA GeForce 8800/GeForce GT220 with 256MB of Video RAM
4.                  DirectX®: DirectX 9.0c
5.                  Hard Drive: 12GB free hard drive space
6.                  Sound Card: DirectX 9.0C compatible sound card
Recommended:
1.                  Operating System: Windows XP SP3, Vista SP1, Windows 7
2.                  Processor: AMD Athlon 64 X2 5200 Dual Core 2.60Ghz, Intel Core 2 Duo E6420 Dual Core 2.13Ghz
3.                  RAM Memory: 2 GB (Windows XP), 3 GB (Vista / Windows 7)
4.                  Graphics Card: ATI Radeon HD 3870 or NVIDIA GeForce GTS 240 with 256MB of Video RAM
5.                  DirectX®: DirectX 9.0c
6.                  Hard Drive: 12GB free hard drive space
7.                  Sound Card: DirectX 9.0C compatible sound card

   posted by Saad Manzur(Eldin)





 
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ